মো. আলী হোসেন খান, জগন্নাথপুর
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৫ PM আপডেট: ০১.০২.২০২৫ ৯:১১ PM

সুনামগঞ্জের জগন্নাথপুর ঢাকা আঞ্চলিক মহা সড়কে রাস্তায় গাছ পেলে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত আন্ত:জেলা ডাকাত আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত দিবাগত রাতে ছাতক উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হাদরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি পাইপ গানসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র। গ্রেপ্তার ডাকাত কুদ্দুস ছাতক উপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজুল্লাহর ছেলে।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাত ১টায় দিকে সুনামগঞ্জ ঢাকা আঞ্চলিক মহাসড়ক দারাখাই নামক স্থানে রাস্তায় গাছ পেলে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত ২টি বাসসহ বেশ কয়েকটি যানবাহনে থানা লোকদের মারধরসহ অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাত দল টাকাসহ মূল্যবান জিনিসপত্র মালামাল নিয়ে যায়। এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ছাতক থানায় মামলা রুজু হয়।
ছাতক ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সোহেব বিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ডাকাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার সঙ্গে নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাতি নেতৃত্ব দেয়। তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল উদ্ধার উদ্ধার করা হয়। ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম রাতেই ছাতক থানায় পাঠনো হয়।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী ২টি বাসসহ কয়েকটি যানবাহনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
আজকালের খবর/বিএস