প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:২৮ PM
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় অধিদপ্তরের ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ মাদকবিরোধী প্রচারণার ক্ষেত্রে ক্র্যাবের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার আহবান জানান।
জবাবে অধিদপ্তরের ডিজি তাৎক্ষণিকভাবে ক্র্যাব সদস্যদের সঙ্গে নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে জানান। পাশাপাশি দেশব্যাপী মাদকবিরোধী প্রচারণায় ক্র্যাবের সঙ্গে একযাগে কাজ করারও আশ্বাস দেন ডিজি।
ক্র্যাব প্রতি বছর অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে মিডিয়া অ্যাওয়ার্ড দিয়ে থাকে, এক্ষেত্রে অধিদপ্তর সহযোগিতা দিতে পারে প্রস্তাব দেওয়া হলে ডিজি বিষয়টি ইতিবাচকভাবে ভেবে দেখবেন বলে জানান।
সর্বোপরি ক্র্যাব সদস্যদের সংবাদ সংগ্রহ এবং পদস্থ কর্মকর্তাদের বক্তব্য দ্রুততার সঙ্গে যেন পাওয়া যায়, সে বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান ক্র্যাব নেতৃবৃন্দ। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে একজন মুখপাত্র নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়।
সৌজন্য সাক্ষাতে অন্যদের মধ্যে ক্র্যাবের যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আর্ন্তজাতিক সম্পাদক হাবিুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান উপস্থিত ছিলেন।
আজকালের খবর/আরইউ