মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজির সঙ্গে ক্র্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:২৮ পিএম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় অধিদপ্তরের ডিজি খোন্দকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ মাদকবিরোধী প্রচারণার ক্ষেত্রে ক্র্যাবের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার আহবান জানান।

জবাবে অধিদপ্তরের ডিজি তাৎক্ষণিকভাবে ক্র্যাব সদস্যদের সঙ্গে নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে জানান। পাশাপাশি দেশব্যাপী মাদকবিরোধী প্রচারণায় ক্র্যাবের সঙ্গে একযাগে কাজ করারও আশ্বাস দেন ডিজি।

ক্র্যাব প্রতি বছর অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে মিডিয়া অ্যাওয়ার্ড দিয়ে থাকে, এক্ষেত্রে অধিদপ্তর সহযোগিতা দিতে পারে প্রস্তাব দেওয়া হলে ডিজি বিষয়টি ইতিবাচকভাবে ভেবে দেখবেন বলে জানান। 
সর্বোপরি ক্র্যাব সদস্যদের সংবাদ সংগ্রহ এবং পদস্থ কর্মকর্তাদের বক্তব্য দ্রুততার সঙ্গে যেন পাওয়া যায়, সে বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান ক্র্যাব নেতৃবৃন্দ। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে একজন মুখপাত্র নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়।

সৌজন্য সাক্ষাতে অন্যদের মধ্যে ক্র্যাবের যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আর্ন্তজাতিক সম্পাদক হাবিুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/আরইউ








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বৃষ্টির পানি ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-মেয়ের
নেত্রকোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩
ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
গাজা সংঘাতে ৯০০ ইসরায়েলি সেনা নিহত
শি-পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মোদি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাইট হাউজের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত
আহত নুরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ড. মঈন খান
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা
বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই: সালাহউদ্দিন আহমদ
উখিয়ায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft