সোমবার ২৪ মার্চ ২০২৫
কমলগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন
কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১:২০ PM
"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই"এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে। 

শনিবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসন মৌলভীবাজার ও মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী নানাঅনুষ্ঠানের মধ্যদিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে একাডেমির উপ-পরিচালক ে(অতিঃদাঃ) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে বিকাল ৪টায় যুব সমাবেশ ও তরুণ উদ্যোক্তা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন। 

মণিপুরী ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।এসময় কৃষিক্ষেত্রে মোহন রবিদাস ও আব্দুল মান্নান, ও চয়ন সিংহ,তাঁত শিল্পে অবদান রাখায় এ তিন তরুণ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,চাকরির পিছনে না ঘুরে আমাদেরকে দক্ষতা অর্জন করে আমাদের দেশকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন আমাদের চরিত্রকে বদলাতে হবে প্রথমে আমরা নিজেকে বদলাতে হবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা যেন আজকের এ স্লোগানকে শুধু মূখে না বলে আমাদের কার্যকরি ভূমিকা পালন করতে হবে।

এর আগে সকাল ১১টায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জুলাই বিপ্লবের উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তারুণ্যের উৎসবে বিভিন্ন জাতীগোষ্ঠি,সুশীল সমাজ,সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়েই হেরে যাবে: চীনা প্রধানমন্ত্রী
আইজিপির পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী
মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা
বাউবিতে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এ্যাবের দোয়া ও ইফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিএসএ ইউনাইটেড একাডেমির সভাপতি শামসুর রহমান, অভিভাবক সদস্য মানিক
সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছে: হান্নান মাসুদ
টেকনাফে নৌকাডুবি, ৩৫ ঘণ্টা পর বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার রেললাইনে ফাটল, ধীর গতিতে ট্রেন চলাচল
সারিয়াকান্দিতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft