প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৭:১৯ PM

ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ এবারের অস্কারে সেরা তথ্যচিত্রের জন্য মনোনীত হয়েছে।
তথ্যচিত্রটি চারজন ইসরায়েলি এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা যৌথভাবে এটি নির্মাণ করেছেন। এরমধ্যে দিয়ে বাসেল আদ্রা, হামদান বল্লাল, ইউভাল আব্রাহাম, রাচেল সোর পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন।
‘নো অন্য ল্যান্ড’ পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার একজন তরুণ ফিলিস্তিনি কর্মী আদ্রার গল্প অনুসরণে নির্মিত। গল্পে দেখা যায়- যখন সে ইসরায়েলি বাহিনী কর্তৃক বহিস্কারাদেশের বিরুদ্ধে তার সম্প্রদায় মরণপণ লড়াই করে। শৈশবকাল থেকেই আদ্রা সামরিক দখলে তার অঞ্চলে বাড়িঘর ধ্বংস এবং বাসিন্দাদের বাস্তুচ্যুত হওয়ার সঙ্গে বড় হয়েছেন। স্বাভাবিকভাবে তার গল্প আর নির্মাণে সেগুলোর প্রভাব স্পষ্ট তাকে নাড়া দিয়েছে। যে কারণে তথ্যচিত্রে আরো দেখা যায়- আদ্রার এমন প্রচেষ্টার প্রতি সমর্থণে এগিয়ে আসে একজন ইসরায়েলি সাংবাদিক। ওই সাংবাদিক নিজেও ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের বাস্তচ্যুত করার সাক্ষী। এই বৈষম্যের বিরুদ্ধে যিনি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন।
তথ্যচিত্রটি আরআগে প্রাক-অস্কার পুরস্কার বিভাগে বেশ প্রভাব বিস্তার করে এবং সম্মানিত হয়। এছাড়াও আইডিএ পুরস্কারে সেরা তথ্যচিত্র এবং সেরা পরিচালক, ইউরোপীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ইউরোপীয় তথ্যচিত্র এবং বার্লিনে সেরা তথ্যচিত্রের মতো অর্জন তাদের ঝুলিতে ভরে।
এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে আগামী ৩ মার্চ মাসে।
আজকালের খবর/আতে