মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫
টেকনাফে অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৪:৪১ PM
উদ্ধার ১৫ জন ও আটক ২ জন (ইনসেটে)। ছবি: সংগৃহীত

উদ্ধার ১৫ জন ও আটক ২ জন (ইনসেটে)। ছবি: সংগৃহীত

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনাস্থল থেকে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টায় বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক এবং ১০ জন রোহিঙ্গা। আটকরা হলেন- মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ।

তিনি জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। তারা প্রলোভন দেখিয়ে অপহৃতদের পাহাড়ের চূড়ায় নিয়ে আটকে রাখে এবং তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। অপহৃতদের ১৬-১৭ দিন ধরে আটক রাখা হয়েছিল।

পুলিশ সুপার আরও জানান, এই চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অপরাধ চালিয়ে আসছে। টেকনাফের পাহাড়ি এলাকায় অপহরণ ও মানবপাচার প্রতিরোধে বিশেষ অভিযান চলছে।
 
এ ধরনের অপরাধ নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। টেকনাফের পাহাড়ে অপহরণ ও মানবপাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
তিস্তা অঞ্চলগত সমস্যা নয়, এটি একটি জাতিগত সমস্যা: গয়েশ্বর রায়
জবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মুবাশ্বির- মেহেদী
জবিতে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নবীণ বরণ অনুষ্ঠিত
নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ
রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উত্তরায় দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল, আটক ২
ভোলায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ২ নেতা আটক
বইমেলায় তারেক রহমানের বই ‘সবার আগে বাংলাদেশ’
তিস্তা বাঁচাতে উত্তরের পাঁচ জেলায় কর্মসূচি, পদযাত্রায় জনস্রোত
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft