রবিবার ৯ ফেব্রুয়ারি ২০২৫
মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৪:১৪ PM
ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় কারখানার এলটিপি বিভাগে এ বিস্ফোরণ ঘটে বলে জানান জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলকর্মী এবং চিকিৎসাসেবা কর্মীরা উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিস্ফোরণে কারখানার ছাদ ধসে পড়ে। ধ্বংসাবশেষ অপসারণের জন্য একটি খননকারী যন্ত্র ব্যবহার করা হয়। জওহর নগর এলাকার কারখানার এলটিপি অংশে থাকা ১৪ জন শ্রমিক আটকা পড়েন। প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন মারা গেছেন।

তারা আরও জানান, বিস্ফোরণটি এতই তীব্র ছিল যে ৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা গেছে। দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কারখানায় বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পাঁচজন শ্রমিককে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শিগগিরই পৌঁছাবে। জরুরি প্রয়োজনে চিকিৎসা দেওয়ার টিম প্রস্তুত রয়েছে।

অনলাইন পোস্টে মুখ্যমন্ত্রী বলেছেন, দুর্ভাগ্যবশত এ ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।  

সূত্র: এনডিটিভি।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
এসপির কক্ষে সেলফি তুলে ভাইরাল যুবদল নেতা গ্রেপ্তার
ডিআইজি মোল্যা নজরুলসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক
গাজীপুরে শুরু অপারেশন ‘ডেভিল হান্ট’
আওয়ামী আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য চাকরি ফেরত পাচ্ছেন
অনুসন্ধানের নামে সময় ক্ষেপণ চায় না সংস্কার কমিশন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ থেকে সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’
ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার
বিএসএমএমইউয়ে নাম বদলে নতুন নামের ব্যানার
সুপ্রিম কোর্টেও ম্যুরাল ভাঙার শঙ্কা, নিরাপত্তা জোরদার
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft