রবিবার ৯ ফেব্রুয়ারি ২০২৫
দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত ছাত্রদের: ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৩:৫৯ PM
বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা যদি কোনো রাজনৈতিক দল গঠন করে, তাহলে সরকার থেকে বেরিয়ে এসে তা করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রকাশ হয়।

সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, শিক্ষার্থীদের নতুন দল গঠন, ভারত বিষয়ে বিএনপির অবস্থান, আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর নির্বাচনে অংশগ্রহণসহ নানা বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল।

ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠন করার প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, তারা দল গঠন করতেই পারে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেক্ষেত্রে আমরা তাদের স্বাগত জানাব। কিন্তু একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে। কিংস পার্টি বলে একটা কথা উঠছে। আমি মনে করি, এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তারা যদি দল গঠন করতে চায়, সেটা তাদের জন্যই ভালো হবে।

তিনি বলেন, সরকারে ছাত্রদের যারা আছেন, তাদের সেখান থেকে সরে যাওয়া উচিত এবং সরকারের কোনো সুবিধাই তাদের নেওয়া উচিত না।

জামায়াতের সঙ্গে বিএনপির জোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এখন আমরা কারও সঙ্গে জোটবদ্ধ নই। আমরা আছি যুগপৎ আন্দোলনে। আমাদের সঙ্গে যে দলগুলা আছে, আমরা যুগপৎ আন্দোলনে আছি। কিন্তু কোনো জোট আমাদের সঙ্গে নেই।

বিএনপির প্রতীকে জামায়াত নির্বাচনও করেছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুখ বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে, নির্বাচনে এই জোটবদ্ধ হওয়াটা ভোটের আগে একটা কমন ব্যাপার। সব দেশে, পৃথিবীর সব জায়গায় এটা আছে। ভারতেও মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টি একসঙ্গে জোট বাঁধে।

রাজনৈতিক অঙ্গনে কি জামায়াত আপনাদের একটা মূল প্রতিপক্ষ হয়ে উঠছে এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা তেমনটা মনে করি না। রাজনৈতিক দলগুলো তো বেশিরভাগ ক্ষেত্রেই, যখন ইলেকশন আসবে, তখন তো সবাই সকলের প্রতিপক্ষ তো হবেই এবং রাজনীতির ক্ষেত্রেও প্রতিপক্ষ হতে পারে। এখন কোনো রাজনৈতিক দল আমাদের প্রতিপক্ষ আছে বলে আমরা মনে করি না।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
এসপির কক্ষে সেলফি তুলে ভাইরাল যুবদল নেতা গ্রেপ্তার
ডিআইজি মোল্যা নজরুলসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক
গাজীপুরে শুরু অপারেশন ‘ডেভিল হান্ট’
আওয়ামী আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য চাকরি ফেরত পাচ্ছেন
অনুসন্ধানের নামে সময় ক্ষেপণ চায় না সংস্কার কমিশন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ থেকে সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’
ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
বিএসএমএমইউয়ে নাম বদলে নতুন নামের ব্যানার
সুপ্রিম কোর্টেও ম্যুরাল ভাঙার শঙ্কা, নিরাপত্তা জোরদার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft