রবিবার ৯ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার
চবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১১:৪০ PM
জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপ-উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী ও আন্দোলনের পক্ষে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মোট ৮৪ জন শিক্ষার্থীকে আমরা বহিষ্কার করেছি। আমরা প্রাথমিকভাবে যাদের বিষয়ে প্রমাণ পেয়েছি, তাদেরকে বহিষ্কার করেছি। পরবর্তীতে প্রমাণ সাপেক্ষে আরও শিক্ষার্থীদের বহিষ্কার করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রভোস্ট, বিভিন্ন পর্ষদের পরিচালক ও প্রশাসকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
গাজীপুরে শুরু অপারেশন ‘ডেভিল হান্ট’
আওয়ামী আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য চাকরি ফেরত পাচ্ছেন
অনুসন্ধানের নামে সময় ক্ষেপণ চায় না সংস্কার কমিশন
শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে কোম্পানির উৎপাদন বাড়ে
মার্কিন সেনাবাহিনীকে ‘অযোগ্য’ বললেন ইলন মাস্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ থেকে সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’
ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার
বিএসএমএমইউয়ে নাম বদলে নতুন নামের ব্যানার
সুপ্রিম কোর্টেও ম্যুরাল ভাঙার শঙ্কা, নিরাপত্তা জোরদার
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft