প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১১:১৮ PM আপডেট: ২৩.০১.২০২৫ ১১:৫৮ PM

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।
আজ বৃহস্পতিবার নগরীর নলজানি এলাকায় পুলিশ কমিশনারের কার্যালয়ে সাক্ষাৎ এ করেন। ওই সময় নগরবাসীর নিরাপত্তা ও বিভিন্ন অপরাধ প্রবণতা নির্মূলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা হাসান আজমল ভূইয়া, বিএনপি নেতা আ ক ম মোফাজ্জল হোসেন প্রমুখ।
ওই সময় পুলিশ কমিশনার বিএনপির নেতৃবৃন্দদের বলেন, সব ধরনের অন্যায় অপরাধ নৈরাজ্যের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ সব সময় রয়েছে।
জনগণের জান মালের নিরাপত্তা দিতে আমাদের পুলিশ সদস্যরা সর্বদা সক্রিয় রয়েছে। সকল ধরনের অপরাধ প্রবণতা নির্মূলে আপনাদের সহযোগিতা কামনা করছি।
আজকালের খবর/ এমকে