প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:২৮ PM

ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় গোয়েন্দার অভিযানে মাদক কারবারির বাড়িতে অভিযান পরিচালনা করে ৫,৩৫০ পিস ইয়াবা জব্দসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে নান্দাইল পৌরসভার আমোদাবাদ কান্দাপাড়া এলাকার মো হাফিজ উদ্দিনের ছেলে শফিকুজ্জামান রুবেল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি রুবেলের বাড়ি তল্লাশি করে একটি সিনথেটিক ব্যাগ থেকে স্কসটেপ মোড়ানো অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা ১৩৫০ (এক হাজার তিনশত পঞ্চাশ) পিস ও অপর একটি সিনথেটিক ব্যাগের ভিতর হৃসটেপ মোড়ানো অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ৪০০০ (চার হাজার) পিসসহ সর্বমোট ৫৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১০(গ) ধারায় গ্রেপ্তারকৃত মাদক কারবারি রুবেলকে নান্দাইল থানায় সোপর্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রহমত আলী বলেন, আটক ব্যক্তিকে কোর্টের সোর্পদ করা হয়েছে।
আজকালের খবর/ওআর