রবিবার ৯ ফেব্রুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১:৫৯ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি ট্রাম্পকে বলেছেন, সোদি আরব আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগকে কমপক্ষে ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সৌদির রাষ্ট্রীয় সংবাদসংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে ডন জানিয়েছে, বুধবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন সালমান। তিনি ফোনালাপে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প-সালমান সন্ত্রাসবাদ মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে তাদের দেশের মধ্যে সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেছেন। 

তবে পরিকল্পিত বিনিয়োগের কোনো বিবরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরব বেছে নিতে পারেন। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ট্রাম্প জানান তিনি প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি সম্ভবত যাবেন তবে সৌদিকে ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনতে হবে। এর আগে ২০১৭ সালে ক্ষমতায় বসার পর ট্রাম্প প্রথম বিদেশ সফরে যান সৌদি আরব। 

ওভাল অফিসে ট্রাম্প এক রিপোর্টারকে বলেন, তিনি সৌদি সফরে গিয়েছিলেন কারণ দেশটির সরকার শত শত বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনতে রাজি হয়েছিল। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি গতবার সৌদির সঙ্গে এমন করেছিলাম কারণ তারা ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কিনতে রাজি হয়েছিল। আমি আবার সৌদি সফরে যাবো তবে সৌদিকে আরও বেশি পণ্য কিনতে রাজি হতে হবে। 

এমন খবর প্রকাশিত হওয়ার পরেই সৌদি আরব যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানালো। 

বাইডেন প্রশাসনের আমলে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে তিক্ততা আসে। যদিও বাইডেন এই সম্পর্ক ঠিক করতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। 

তবে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ও সৌদির সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ ছিল।   

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
এসপির কক্ষে সেলফি তুলে ভাইরাল যুবদল নেতা গ্রেপ্তার
ডিআইজি মোল্যা নজরুলসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক
গাজীপুরে শুরু অপারেশন ‘ডেভিল হান্ট’
আওয়ামী আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য চাকরি ফেরত পাচ্ছেন
অনুসন্ধানের নামে সময় ক্ষেপণ চায় না সংস্কার কমিশন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ থেকে সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’
ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
বিএসএমএমইউয়ে নাম বদলে নতুন নামের ব্যানার
সুপ্রিম কোর্টেও ম্যুরাল ভাঙার শঙ্কা, নিরাপত্তা জোরদার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft