বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১২:৪৭ AM
রাজধানী ঢাকার বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতি করার জন্য একটি দল বনানী এলাকায় প্রস্তুতি নেওয়ার সময় বনানী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারদের মধ্যে দুই সেনাসদস্যকে বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্য দুজনকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

পুলিশ ও আইএসপির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে দুই সেনাসদস্য গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। আইএসপিআর আরও জানায়, গ্রেপ্তার দুই সদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে সেনা আইনে বিচার করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার দুই সেনাসদস্যের একজন কর্পোরাল ও অন্যজন সৈনিক পদবির। অন্য দুজন হলেন- শেরপুরের শ্রীবরদি উপজেলার মৃত রুস্তম আলী শেখের ছেলে সালাম শেখ (৩৬) ও গাজীপুরের কালীগঞ্জের প্যাট্টিক পরিমল রোজারিওর ছেলে সাইবেল জন সাভার রোজারিও (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত পৌনে ২টার দিকে বনানী থানাধীন ৬নং সড়কের স্টার কাবাবের পাশে বিদ্যুৎ অফিসের সামনে ১০-১৫ জন একটি মাইক্রোবাসসহ অবস্থান নেন। টহল পুলিশের একটি দল তাদের দেখতে পেয়ে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তাদের কথাবার্তা অসংলগ্ন হলে পুলিশ তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতরে সেনাবাহিনীর ৩ সেট পোশাক, ৩ জোড়া বুট ও মেজর পদবির ২টি র‌্যাঙ্ক ব্যাজ পাওয়া যায়। এছাড়া তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধারসহ ডাকাতিতে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদকালে সঠিক উত্তর দিতে না পারলে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখানে উপস্থিত থাকা আরও দুই সেনাসদস্যসহ তিনজন পালিয়ে গেছেন। গ্রেপ্তার দুই সেনাসদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে অন্য দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সাংবাদিক রয়েছেন। তার কাছে ক্যামেরা ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র পাওয়া গেছে। অন্যদের ধরতে চেষ্টা চলছে।



আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বৃহস্পতিবার একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা
রেললাইনের পাশে আওয়ামী লীগ নেতার মাথা কাটা লাশ উদ্ধার
বেবিচক চেয়ারম্যানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কুয়েটে একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত
অবশেষে মারা গেলেন জবি শিক্ষার্থী আহাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পূর্বধলায় ডেভিল হান্টের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার
শেখ হাসিনার সামরিক সচিবকে পুলিশে দিলো ছাত্র-জনতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ
মশাল হাতে তিস্তাপারে ন্যায্য হিস্যা চাইলেন আন্দোলনকারীরা
জীবনের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে, নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মোস্তাফিজুর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft