বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫
ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক আয়োজনে মরিয়া ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ১১:০৬ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে হতে পারে এই বৈঠক। দুটি ভারতীয় সূত্রের বরাতে বুধবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং দক্ষ শ্রমিক ভিসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা তৈরিতে আগ্রহী ভারত। এই বিষয়গুলো সম্ভাব্য বৈঠকের এজেন্ডায় থাকবে। অভিবাসন, প্রযুক্তি ও প্রতিরক্ষায় সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করতে চায় ভারত।
তবে, ফেব্রুয়ারিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে কি না তা এখনো নিশ্চিত নয়। সূত্রগুলোর দাবি, বছরের পরবর্তী সময়ে কোয়াড জোটের বার্ষিক সম্মেলনের সময়েও বৈঠক হতে পারে।

হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন ভারতের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে। এ কারণে তিনি পাল্টা ব্যবস্থা নেবেন।

তবে রয়টার্সের রিপোর্ট বলছে, নয়াদিল্লি ওয়াশিংটনকে কিছু ছাড় দেওয়ার জন্য প্রস্তুত, এমনকি মার্কিন বিনিয়োগ আকর্ষণের জন্য প্রয়োজনে প্রণোদনা দিতেও আগ্রহী।

ট্রাম্প ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতে সফর করেছিলেন। সে সময় তিনি মোদীর রাজ্য গুজরাটে প্রায় এক লাখ ভারতীয়র উপস্থিতিতে এক সমাবেশে বক্তব্য রাখেন এবং ভারতকে ‘অবিশ্বাস্য বাণিজ্য চুক্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী। ২০২৩-২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ১১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।

তথ্যপ্রযুক্তি পেশাদারদের জন্য যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার প্রধান উৎস ভারত। এটি সাধারণত দক্ষ কর্মীদের দেওয়া হয়।
গত ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। পরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন এবং ‘অনিয়মিত অভিবাসন’ নিয়ে আলোচনা করেন।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
খুলনায় মুখোমুখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি
রাষ্ট্রক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করেন: মির্জা ফখরুল
জীবনের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে, নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মোস্তাফিজুর
ভিসির পদত্যাগসহ ৫ দফা না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধের আল্টিমেটাম
মশাল হাতে তিস্তাপারে ন্যায্য হিস্যা চাইলেন আন্দোলনকারীরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বইমেলায় তারেক রহমানের বই ‘সবার আগে বাংলাদেশ’
বইমেলায় আসছে উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ
তিস্তা বাঁচাতে উত্তরের পাঁচ জেলায় কর্মসূচি, পদযাত্রায় জনস্রোত
জবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মুবাশ্বির- মেহেদী
জবিতে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নবীণ বরণ অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft