প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:৪৩ PM

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।
এই অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে মেঢাবিবি-৩-এর আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব মানিকনগর এলাকায় অবৈধ লাইন উচ্ছেদ করা হয়।
অভিযানে উত্তর মানিকনগর বালুর মাঠ পাকা রাস্তা এলাকায় স্থানীয় কয়েকটি বাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ পাওয়া যায়। এ সময় তাৎক্ষণিকভাবে প্রায় ১৩টি বাসার ৭৫টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রতিদিন রাষ্ট্রের ১৫৭৫ সিএফটি গ্যাস সাশ্রয় হবে। অবৈধভাবে গ্যাস লাইন ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০' এর ১২(১) ধারা মোতাবেক ৫টি পৃথক মামলায় ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপক, ব্যবস্থাপকসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এলপিজি গ্যাসের লাইসেন্স না থাকায় রামপুরায় অবস্থিত এইচ টি এইচ রিফুয়েলিং স্টেশনকে বিষ্ফোরক আইন, ১৮৮৪ এর ৫(৩)(খ) মোতাবেক ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এ সময় বিষ্ফোরক পরিদপ্তরের সহকারী পরিচালক মো. আলীম ও বিষ্ফোরক পরিদর্শক সানজিদা আক্তার উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর