প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:১৪ PM

জমি নিয়ে কোন্দলের জেরে জেলার ডোমারে ছোট ছেলে অতুল চন্দ্র রায়ের কোদালের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পিতা অনিল চন্দ্র রায়। অনিল চন্দ্র উপজেলার হরিনচড়া ইউনিয়নের আটিয়াবাড়ী এলাকার কাল্ঠু রায়ের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের আটিয়াবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছেলে অতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা বলেন, অনিল চন্দ্রের ছোট ছেলে অতুল কোদাল দিয়ে তার বাবার মাথায় কোপ মারেন।
অনিল চন্দ্রের বৌমা নিপা রায় বলেন, গত মঙ্গলবার সকাল থেকে বাড়িতে কোনো ঝগড়া হয়নি। আমি ছাগলের বাচ্চা দেখতে বাড়ির বাইরে যাই। কিছুক্ষণ পর বাড়ির ভিতর প্রবেশ করে দেখি ঘড়ের মধ্যে রক্ত। ঢুকে দেখি আমার শ্বশুরকে আমার স্বামী কোদাল দিয়ে মেরেছে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যালে নিয়ে যায়। ঘাতক ছেলেকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করে।
ঘাতক ছেলে অতুল চন্দ্র রায় বলেন, আমাকে বাড়িতে সব সময় অত্যাচার করতো আমার বাবা। বাড়ি থেকেও বের হয়ে যেতে বলে। বেলা ১১টার দিকে আমার সঙ্গে আমার বাবার ঝগড়া লাগে। এ সময় আমার বাবা আমাকে মারতে এলে আমার হাতে থাকা কোঁদাল দিয়ে আমার বাবাকে আঘাত করি।
ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, ঘটনা শুনে আমরা ছেলেটিকে আটক করে পুলিশের কাছে দেই। গুরুতর আহত পিতা অনিল চন্দ্রের চিকিৎসা চলছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছে।
তদন্ত কর্মকর্তা এ এসআই শামীম ছেলেটিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় অতুলের বড়ভাই থানায় একটি মামলা করেছে।
আজ বুধবার দুপুরে গ্রেপ্তার অতুলকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
আজকালের খবর/ওআর