শনিবার ৮ নভেম্বর ২০২৫
এবার অস্কার মনোনয়ন ঘোষণা করবেন যারা
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:১৫ পিএম
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদার এই স্বীকৃতির ৯৭তম আসর বসবে এবার। আগামীকাল হবে মনোনয়ন ঘোষণা। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অবস্থিত অ্যাকাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অস্কারের জন্য মনোনীতদের নাম জানানো হবে।

এবার মনোনীতদের নাম ঘোষণা করবেন আমেরিকান অভিনেত্রী ও কমেডিয়ান র‌্যাচেল সেনট। তারসঙ্গে থাকবেন বোওয়েন ইয়াং। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ই-মেইল বার্তায় এই তথ্য জানিয়েছে। 

সেখানে আরও বলা হয়, মনোনয়ন ঘোষণা করা হবে ২৩টি বিভাগের জন্য। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগগুলো হল সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতাা, সেরা অভিনেত্রী, সেরা সাপোর্টিং রোল অভিনেতা, সেরা সাপোর্টিং রোল অভিনেত্রী, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, কস্টিউম ডিজাইন, লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, সঙ্গীত (অরিজিনাল স্কোর), রাইটিং (অ্যাডাপটেড স্ক্রিনপ্লে) এবং রাইটিং (অরিজিনাল স্ক্রিনপ্লে)।

অস্কারস.ওআরজিতে। অ্যাকাডেমির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেও দেখা যাবে আয়োজনটি। যার মধ্যে রয়েছে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুক। 

অস্কারের মনোনীতদের নাম ঘোষণাকারী হিসেবে নির্বাচিত হওয়া র‌্যাচেল সেনট বহুমুখী অভিনয় দক্ষতা এবং অনন্য হাস্যরসের স্টাইলের জন্য পরিচিত। নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা র‌্যাচেল কমেডির প্রতি খুব অল্প বয়সে আগ্রহী হন। সেই আগ্রহের জন্যই তিনি নিজেকে বিনোদন শিল্পে সফল শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

স্ট্যান্ডআপ কমেডির পাশাপাশি র‌্যাচেল সেনট কয়েকটি চলচ্চিত্র এবং টিভি শোতেও অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য অভিনয়ের মধ্যে রয়েছে স্বাধীন কমেডি-ড্রামা চলচ্চিত্র ‘শিবা বেবি’ (২০২০)। এ ছবিতে তিনি এক যুবতী ইহুদি মহিলার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। তার জনপ্রিয় টিভি সিরিজের মধ্যে ‘হাই মেইনটেনেন্স’ (২০১৬) এবং ‘সার্চ পার্টি’ (২০১৬-২০২১) উল্লেখযোগ্য। 

এদিকে মনোনয়ন ঘোষণাকারী হিসেবে নির্বাচিত আরেক তারকা বোওয়েন ইয়াংও আমেরিকান অভিনেতা ও কমেডিয়ান। ইয়াং বেশ কিছু টেলিভিশন সিরিজ দিয়ে আলোচনায় এসেছেন। এখন নিয়মিতই অভিনয় ও নানা শোতে অংশ নিতে দেখা যায় তাকে।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোয়ালমারী রণক্ষেত্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কত দূর এগোলো ইসি
গুরুতর অসুস্থ বরেণ্য পরিচালক শেখ নজরুল
গুরুতর অসুস্থ বরেণ্য চলচ্চিত্র সমালোচক মাহমুদা চৌধুরী
কাল থেকে লাগাতার অবস্থানের ডাক প্রাথমিকের সহকারী শিক্ষদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে 'ধুম্রজাল'
পদ ফিরে পেলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচি
উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে: মির্জা ফখরুল
জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি
চট্টগ্রামে গোলাগুলি ও হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft