বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫
চিটাগংকে ৮ উইকেটে হারালো শাকিব খানের ঢাকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৫:২২ PM
লিগ পর্বের শেষভাগে জ্বলে উঠেছে ঢাকা ক্যাপিটালস। দুদিন আগে এক রোমাঞ্চকর লড়াইয়ে সিলেট স্ট্রাইকার্সকে হারানোর পর এবার চিটাগং কিংসকে ধসিয়ে দিয়েছে তারা। বিপিএলে বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে স্বাগতিক চিটাগংকে ৮ উইকেটে হারিয়েছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগংয়ের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলেছে ঢাকা। বিশেষ করে ওপেনার তানজিদ হাসান শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিক বোলারদের শাসন করেছেন। ৪৭ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৯০ রানের হার না মানা এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন এই ওপেনার।

অন্য ওপেনার লিটন দাস আজ নিষ্প্রভ ছিলেন। ২৮ বলে ৩ চারে ২৫ রান করে ফিরেছেন তিনি। ৯ বলে ১ ছক্কায় ১৪ রানে অপরাজিত ছিলেন সাবির রহমান।

চিটাগংয়ের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম এবং হোসেন তালাত।

এর আগে ঘরের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান পর্যন্ত যেতে সমর্থ হয় চিটাগং। ব্যাটিংয়ে দারুণ শুরুর পর ঢাকার বোলারদের তোপের মুখে মিডল ওভারে ভুগেছে মিঠুন ব্রিগেড।

ঢাকার বোলারদের মধ্যে দাপুটে বোলিং করেন মোস্তাফিজুর রহমান। উইকেট না পেলেও চার ওভারে খরচ করেন মোটে ১৮ রান। দিনের অন্যতম সফল বলা যায় মোসাদ্দেক হোসেনকে। মাঝপথে বিপিএল খেলতে আসা মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রানে নেন দুটি উইকেট। দুটি উইকেট ঝুলিতে পুরেছেন নাজমুল ইসলামও। 

ঢাকার বোলারদের দিনে ব্যাট হাতে ধুঁকেছে চিটাগংয়ের ব্যাটাররা। টেবিলের দুই নম্বরে থাকা দলটি অবশ্য ওপেনিংয়ে ভালো করেছিল। নাঈম ইসলাম ও জুবায়েদ আকবরীর মধ্যকার ৪০ রানের উদ্বোধনী জুটির পর থমকে যায় দলের রান তোলার হার। মিডল ওভারে রান তোলার গতি আরও কমেছে। উইকেট হাতে থাকলেও শেষ সাত ওভারে ৬০ রানের বেশি তুলতে পারেনি দলটি।

চিটাগংয়ের হয়ে এদিন সর্বোচ্চ ৪৪ রান করেছেন ওপেনিংয়ে নামা নাঈম ইসলাম। তিনি খেলেছেন ৪০ বল। ২৩ রান করেছেন আরেক ওপেনার জুবায়েদ আকবরী। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তিনে নামা গ্রাহাম ক্লার্ক (১৯), হোসেন তালাত (২), শামিম হোসেন (১৫)। শেষদিকে দলের রান দেড়শ অবধি নিতে ৮ বলে ১২ রানের ইনিংস খেলেন অধিনায়ক মিঠুন।

এই জয়ে ১০ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে ঢাকা। আর ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট পাওয়া চিটাগং নেমে গেছে তিনে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
যে কোন মূল্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখতে হবে: ১২ দলীয় জোট
ক্ষেতলালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা
কাজ শেষ না হতেই প্যালাসাইডিং ব্লকে ধস, সড়ক নির্মাণে অনিয়ম
বিয়ানীবাজারে জমজমাট আদম ব্যবসা, প্রতারিত হলেও মামলা করতে চান না ভুক্তভোগী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পূর্বধলায় ডেভিল হান্টের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার
অবশেষে মারা গেলেন জবি শিক্ষার্থী আহাদ
বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
৫ দিনেও শনাক্ত হয়নি কুমিল্লায় সাংবাদিক মাসুমাকে চাপা দেওয়া গাড়ি
পূর্বধলায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft