বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫
সুনামগঞ্জ বারে বেশিরভাগ পদে আওয়ামী লীগ সমর্থকরা জয়ী
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৮:৫৫ PM
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অধিকাংশ পদে জয়ী হয়েছে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকরা। গুরুত্বপূর্ণ দুটি পদের মধ্যে সাধারণ সম্পাদকের পদটি পেয়েছে তারা। তবে সভাপতি পদে জিতেছেন বিএনপি সমর্থক আইনজীবী।

বিএনপি সমর্থকরা সভাপতিসহ দুটি পদে জয়ী হয়েছে। সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। এছাড়া দুটি পদে জামায়াতে ইসলামী সমর্থক এবং একটি পদে সিপিবি সমর্থক প্রার্থী জয়ী হয়েছেন। বাকি দুটি পদে জিতেছেন নির্দলীয় প্রার্থীরা।

গতকাল রবিবার দিনভর জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণের পর রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ছইল মিয়া। তার নেতৃত্বাধীন কমিশনে সদস্য ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জমির উদ্দিন ও অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩টি সম্পাদকীয় পদে ও নির্বাহী সদস্যের ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮টি পদে একক প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। 

সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল হক। তিনি পেয়েছেন ১৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক মো. আব্দুল হামিদ ১৩৭ ভোট পান।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল। তিনি পেয়েছেন ২৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবীর পান ১৩১ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ এস এম মাহবুবুল হাছান তালুকদার শাহীন। তিনি পেয়েছেন ১৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল বাশার ১৭৬ ভোট পান।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থক মোহাম্মদ হুমায়ূন কবির (৩২৭ ভোট), আওয়ামী লীগ সমর্থক মো. সাইদুর রহমান তালুকদার (৩০৯ ভোট), স্বতন্ত্র মো. জুলহাস মিয়া (২৭২ ভোট), সিপিবি সমর্থক মো. আফিজ মিয়া (২৫৪ ভোট), স্বতন্ত্র রজত কান্তি সরকার (২৩৬ ভোট)। 

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আজাদুল ইসলাম, সহ সভাপতি বিএনপি সমর্থক মো. আবু বকর, সহ সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থক জুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক জামায়াত সমর্থক মোহাম্মদ মহসিন রেজা, পাঠাগার সম্পাদক আওয়ামী লীগ সমর্থক মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক আওয়ামী লীগ সমর্থক ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক মো. আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ সমর্থক ফাতেমা আক্তার রেখা।

প্রধান নির্বাচন কমিশনার ছইল মিয়া বলেন, ‘অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৪৫২ ভোটারের মধ্যে ৩৮৮ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। আটটি সম্পাদকীয় পদে একক প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
খুলনায় মুখোমুখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি
রাষ্ট্রক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করেন: মির্জা ফখরুল
জীবনের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে, নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মোস্তাফিজুর
ভিসির পদত্যাগসহ ৫ দফা না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধের আল্টিমেটাম
মশাল হাতে তিস্তাপারে ন্যায্য হিস্যা চাইলেন আন্দোলনকারীরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বইমেলায় আসছে উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ
বইমেলায় তারেক রহমানের বই ‘সবার আগে বাংলাদেশ’
তিস্তা বাঁচাতে উত্তরের পাঁচ জেলায় কর্মসূচি, পদযাত্রায় জনস্রোত
জবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মুবাশ্বির- মেহেদী
জবিতে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নবীণ বরণ অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft