বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:৫৯ PM
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এনে জনগণের ক্রয় ক্ষমতার আওতায় রাখতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এর আগে সকালে উত্তরা আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও দুপুরে পল্লবী থানা ২ নম্বর ওয়ার্ড বিএনপির শীতবস্ত্র বিতরণ ও সন্ধ্যায় রাজধানীতে এক ব্যাডমিন্টন প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার সিন্ডিকেট করে দেশের জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করে বৃদ্ধি করে রেখেছিল। এখনও পর্যন্ত সেই আওয়ামী সিন্ডিকেটগুলো দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করছে। 

আমিনুল হক বলেন, দ্রব্যমূল্যের বাজারের এই আওয়ামী সিন্ডিকেট যদি আমরা ভাঙ্গতে না পারি, তাহলে আমাদের দেশের জনগণের দৈনন্দিন জীবনমান আরও দুষ্কর হয়ে যাবে। 

আওয়ামী স্বৈরাচারের সময় গত ১৭ বছরে আমরা বাংলাদেশের পরিপূর্ণ উন্নয়ন দেখিনি উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে আমরা শুধু স্বৈরাচার শেখ পরিবারের পকেটের উন্নয়ন দেখেছি, চুরির উন্নয়ন দেখেছি, ডাকাতির উন্নয়ন দেখেছি। 

তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছি, শেখ পরিবারের সদস্যরা ২৮ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। তারা যে টাকা পাচার করে নিয়ে গেছে এটা এদেশের জনগণের টাকা। জনগণের টাকা মেরে নিয়ে তারা কানাডার বেগম পাড়ায়, আমেরিকায়, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম তৈরি করেছে। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য হলো, বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগ গত ১৭ বছরে এদেশের জনগণের জন্য কোনো রাজনীতি করে নাই। তারা শুধু রাজনীতি করেছে নিজেদের পকেটের উন্নয়নের জন্য। 

ঢাকা মহানগরের দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদারের উদ্যোগে ও সভাপতিত্বে দক্ষিণখানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, আকতার হেসেন, আফাজ উদ্দিন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকনসহ দক্ষিণখান থানা বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক, সদস্য ও থানা আওতাধীন ৪৭, ৪৮, ৪৯, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ সময় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর


 








সর্বশেষ সংবাদ
খুলনায় মুখোমুখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি
রাষ্ট্রক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করেন: মির্জা ফখরুল
জীবনের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে, নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মোস্তাফিজুর
ভিসির পদত্যাগসহ ৫ দফা না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধের আল্টিমেটাম
মশাল হাতে তিস্তাপারে ন্যায্য হিস্যা চাইলেন আন্দোলনকারীরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বইমেলায় আসছে উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ
বইমেলায় তারেক রহমানের বই ‘সবার আগে বাংলাদেশ’
তিস্তা বাঁচাতে উত্তরের পাঁচ জেলায় কর্মসূচি, পদযাত্রায় জনস্রোত
জবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মুবাশ্বির- মেহেদী
জবিতে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নবীণ বরণ অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft