প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৪:৩১ PM আপডেট: ২০.০১.২০২৫ ৪:৩৬ PM

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হিজড়া জনগোষ্ঠীর অভিগম্যতা বৃদ্ধির লক্ষে লাইট হাউজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় লাইট হাইজের বনানী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
‘Mainstreaming love and Acceptance: A single manifesto for the rights of the hijra community’ প্রকল্পের অওতাধীন কর্মসূচীর অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির প্রোজেক্ট কো-অর্ডিনেটর ফারিহা তাবাসসুমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন লাইট হাউজের ফাউন্ডার ও প্রধান নির্বাহী হারুন অর রশিদ। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা-৫ ও বাংলাদেশ সরকারের উপ-সচিব মুতাকাব্বির আহমেদ। এ ছাড়া হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতে প্রধান নির্বাহী হারুন অর রশিদ এই প্রকল্পের হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজের দিকগুলোর কথা উল্লেখ করেন। তিনি হিজড়া জনগোষ্ঠীর জন্ম নিবন্ধন তৈরিতে জটিলতা, ভোটার আইডি কার্ড সংশোধন, টিসিবি কার্ড পাওয়ার আবেদনে জটিলতা, চিকিৎসা সেবা পাওয়ার অধিকার, কর্মক্ষেত্রে সিটি করপোরেশনের তালিকাভুক্ত করা, বাসস্থানের সুযোগ দেওয়া, সিটি করপোরেশনে প্রবেশাধিকার দেওয়া, হিজড়া জনগোষ্ঠীর মৃত্যুর পর কবর দেওয়ার জন্য অনুমতি ইত্যাদি বিষয়ে সবিস্তার আলোচনা করেন।
হিজড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সিমি, পুশপিতা, জেনিফার, ইভান আহম্মেদ কথা, কণিকা, দুলালী, কনা চৌধুরী ও আরো অনেকে।
হিজড়া ইভান আহম্মেদ কথা ফরটি আপ নামের একটি সংগঠনের সঙ্গে জড়িত। তিনি বলেন, নারী পুরষ নয়, মানুষ হিসেবে অধিকার চাই।
হিজড়া সিমি জানান, তিনি পাবিারিক সম্পত্তির ভাগ পাচ্ছেন না। হিজড়া জেনিফার বলেন, পড়াশোনা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না। এ ছাড়া টিসিবি কার্ড, জন্মনিবন্ধন সনদ পাওয়াতে হিজড়াদের সমস্যার কথা জানান অনেকে।
প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা-৫ ও বাংলাদেশ সরকারের উপ-সচিব মুতাকাব্বির আহমেদ হিজড়া জনগোষ্ঠীর সমস্যাগুলি মনোযোগ সহ শুনেন এবং সমস্যা নিরসনে তার পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেন। তিনি হিজড়া সিমির পারিবারিক সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। এ ছাড়া তিনি টিসিবি কার্ড ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
আজকালের খবর/ওআর