বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫
সাইফ আলী খানকে ছুরিকাঘাতের সন্দেহে একজন আটক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৪:৪৩ PM
বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে তিনি সাইফকে ছুরিকাঘাত করেছেন কি না বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিই কি না তা নিশ্চিত হওয়া যায়নি। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানায়, অভিনেতা সাইফ আলি খানকে তার মুম্বাইয়ের বাড়িতে ছুরিকাঘাতের একদিন পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রযুক্তিগত তথ্য এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পর প্রাথমিক পুলিশি বিচার-বিশ্লেষণে ওই ব্যক্তিকে আটক করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লোকটিকে বান্দ্রা থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তাকে বেশ বিধ্বস্ত লাগছিল। তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। ছুরিকাঘাত-অনুপ্রবেশের মামলায় পুলিশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখায়নি।

সূত্র জানায়, গতকালের ঘটনার পর বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। পুলিশ ধারণা করছে, তিনি ধরা পড়ার হাত থেকে বাঁচতে পালানোর আগে পোশাক পরিবর্তন করেছেন।

পুলিশ এ মামলার তদন্তে ২০টি দল গঠন করেছে এবং অভিযুক্তকে খুঁজে বের করার জন্য প্রযুক্তিগত তথ্য সংগ্রহ এবং নিজস্ব গোয়েন্দা সোর্স ব্যবহার করছে। তারা আশা করছেন, দ্রুতই এ ঘটনার জট খুলবে এবং প্রকৃত অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে।

এদিকে ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত অভিনেতা সাইফ আলি খানের সফল অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।

লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বিট্রিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। চিকিৎসকরা বলছেন, তিনি এখন বিপদমুক্ত এবং দ্রুত সুস্থ হচ্ছেন। যদিও ৫৪ বছর বয়সী অভিনেতার মেরুদণ্ড, ঘাড় এবং হাতে ছুরিকাঘাত গুরুতর; তবুও যথাসময়ে অস্ত্রোপচার হওয়ায় বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন।

সাইফের অস্ত্রোপচার করা একজন চিকিৎসক নীতিন ডাঙ্গে বলেন, মেরুদণ্ডে ছুরিকাঘাতের কারণে তার থোরাসিক স্পাইনাল কর্ডে বড় ক্ষত হয়েছে। ছুরির টুকরো অপসারণের জন্য এবং মেরুদণ্ডে জমাট বাধা তরল পদার্থ বের করার জন্য অস্ত্রোপচার করা হয়েছে।

সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।

ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে এ অভিনেতা শঙ্কামুক্ত হলেও আরও কিছু দিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
খুলনায় মুখোমুখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি
রাষ্ট্রক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করেন: মির্জা ফখরুল
জীবনের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে, নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মোস্তাফিজুর
ভিসির পদত্যাগসহ ৫ দফা না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধের আল্টিমেটাম
মশাল হাতে তিস্তাপারে ন্যায্য হিস্যা চাইলেন আন্দোলনকারীরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বইমেলায় আসছে উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ
বইমেলায় তারেক রহমানের বই ‘সবার আগে বাংলাদেশ’
তিস্তা বাঁচাতে উত্তরের পাঁচ জেলায় কর্মসূচি, পদযাত্রায় জনস্রোত
জবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মুবাশ্বির- মেহেদী
জবিতে কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নবীণ বরণ অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft