মিথ্যা মামলায় দেড়যুগের কারাজীবনের অবসান
বৃহস্পতিবার মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৯:৪২ পিএম
মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার মামলায় দীর্ঘ সাড়ে ১৭ বছরের বেশি সময় কারাভোগের পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। এদিন দুপুর ২টায় তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী। 

বুধবার (১৫ জানুয়ারি) রাতে তিনি আজকালের খবরকে বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাবেন। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি গুলশানের বাসায় যাবেন। তিনি আরো জানান, জিয়া উদ্যানে কবর জিয়ারতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

এদিকে বিএনপির এই জনপ্রিয় নেতার মুক্তির খবরে তার নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বিএনপি নেতাকর্মীসহ সাধারণ জনগণের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। গত কয়েকদিন থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণ করতে রাজধানীতে অবস্থান করছেন। ভাটি বাংলার জনপ্রিয় এই নেতাকে কারাফটকে দেওয়া হবে বিপুল সংবর্ধনা। 

এ বিষয়ে মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বলেন, এক সময়ে অবহেলিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির উন্নয়নের প্রবাদ পুরুষ বাবর ভাই। তার মুক্তির জন্য বিএনপির নেতকর্মীসহ লাখো মানুষ অপেক্ষায়। আগামীতে উনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলন আরো বেগবান হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগরী উত্তরের শহীদ জিয়া স্মৃতি সংসদের মহাসচিব মো. শহীদ বলেন, ভাটি বাংলার উন্নয়নের রূপকার, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইয়ের মুক্তির খবরে আমরা আনন্দিত। দীর্ঘদিন তিনি মিথ্যা মামলায় স্বৈরাচারী হাসিনা সরকারের কারাগারে বন্দি ছিলেন। 

মদন উপজেলার ৫ নং মাঘান ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস ছালাম তালুকদার বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন আমাদের প্রিয় নেতা বাবর ভাই।  এজন্য তাকে একনজর দেখতে ঢাকায় এসেছি। আমার মতো আরো অসংখ্য নেতাকর্মী বৃহস্পতিবার কেরানীগঞ্জের কারাগারের সামনে অপেক্ষা করবে।

উল্লেখ্য, মঙ্গলবার আলোচিত দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।  সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে কারাগারেই রয়েছেন তিনি। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। যার মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয়, একটিতে হয় যাবজ্জীবন দণ্ড। 

এর মধ্যে ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে নেত্রকোনা-৪ (মদন-খালিয়াজুরী-মোহনগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি বিএনপিতে প্রভাবশালী নেতাদের একজন।
 
আজকালের খবর/আরইউ








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ত্রাণ নিতে যাওয়া এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা
ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক প্রতিনিধি দল
২৯ জুলাই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা: উল্লেখযোগ্য ছাড় পাওয়ার আশায় ঢাকা
পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর যা বললেন লিটন
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত: সামরিক শক্তিতে এগিয়ে কে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর
৪৯ আরোহী নিয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত
মাইলস্টোনে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
নতুন বেতন কমিশন গঠন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft