সোমবার ২৪ মার্চ ২০২৫
বশেমুরকৃবিতে কৃষি আবহাওয়া সম্পর্কিত কর্মশালা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৭:২০ PM
সঠিকভাবে আবহাওয়ার প্রভাব অনুধাবন করে কৃষিকাজকে অধিক কার্যকরী ও উৎপাদনমুখী করার নিরিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) তিন দিনব্যাপী সক্রিয় অংশগ্রহণমূলক কৃষি আবহাওয়া সম্পর্কিত শিক্ষা পদ্ধতি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের আয়োজনে ২ থেকে ৪ জানুয়ারি তিন দিনব্যাপী কর্মশালাটি চলবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এগ্রোমেটিওরোলজি বিভাগের কনফারেন্স কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুুর রহমান। প্রো-ভি সি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান প্রফেসর নাসিমুল বারী। 

কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) থেকে আগত ২৫ জন শিক্ষকমণ্ডলী। 

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে উপাচার্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, কৃষি আবহাওয়া সম্পর্কিত বিষয়টি কৃষি শিক্ষার একটি সুচিন্তিত ও কার্যকরী পদ্ধতি। গুরুত্বপূর্ণ আবহাওয়া উপাদান হিসেবে তাপমাত্রা, বৃষ্টি, আর্দ্রতা, বাতাস প্রভৃতি কীভাবে শস্যের বৃদ্ধি এবং উৎপাদনকে প্রভাবিত করে সে বিষয়ে ধারণা রাখা অতীব জরুরি।

তিনি আরো বলেন, আজকের কর্মশালায় আলোচিত পদ্ধতি অনুসরণ করলে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শিক্ষা প্রক্রিয়ার অংশগ্রহণে উৎসাহিত করা সম্ভব হবে যা শিক্ষার্থীদের কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিগত জ্ঞান ও চিন্তাশক্তি বৃদ্ধিতে সহায়ক হবে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
আইজিপির পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী
মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা
বাউবিতে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এ্যাবের দোয়া ও ইফতার
অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি নেতাদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিএসএ ইউনাইটেড একাডেমির সভাপতি শামসুর রহমান, অভিভাবক সদস্য মানিক
টেকনাফে নৌকাডুবি, ৩৫ ঘণ্টা পর বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার
সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছে: হান্নান মাসুদ
চুয়াডাঙ্গার রেললাইনে ফাটল, ধীর গতিতে ট্রেন চলাচল
সারিয়াকান্দিতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft