মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
দ্রব্যমূল্য শিগগির নিয়ন্ত্রণে আসবে বলে সরকার আশাবাদী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৯:৩০ AM
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক করতে সরকার নানান পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের ফলে শিগগির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছে সরকার।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে সরকার সচেতন রয়েছে। যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে খুব দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদী।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ-শৃঙ্খল তদারকি ও পর্যালোচনার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। জেলা পর্যায়ে এসব টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা দেশের সব জেলা পর্যায়ে আলাদাভাবে কাজ করবে।’

জেলায় জেলায় গঠিত দশ সদস্যের এই টাস্কফোর্সে সরকারি কর্মকর্তা ছাড়াও দুজন ছাত্র প্রতিনিধি থাকবেন বলে জানান অপূর্ব জাহাঙ্গীর।

তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। কোথাও অনিয়ম পেলে জরিমানা করা হচ্ছে।’
শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে উল্লেখ করে উপ-প্রেস সচিব বলেন, ‘ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে আইপি ক্যামেরার মাধ্যমে মন্দিরগুলো সার্বক্ষণিক নজরদারি করা হবে।’তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ সার্বক্ষণিক সচল থাকবে। হটলাইনে ফোন করে যেকেউ অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারে পুলিশ ও র‌্যাবের টহল দল সার্বক্ষণিক কাজ করবে।’জুলাই-স্মৃতি ফাউন্ডেশন প্রসঙ্গে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘ফাউন্ডেশনে হতাহতের তালিকা দেওয়ার জন্য পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজকে বলা হয়েছে। আগামী দুদিনের মধ্যে তারা তালিকা দেবেন বলে জানিয়েছেন। এছাড়া এ সংক্রান্ত হালনাগাদ তথ্য দেওয়ার জন্য ১৬০০০-নম্বরে একটা হটলাইন চালু করা হয়েছে।’

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আরও বলেন, ‘ফাউন্ডেশনে অনুদান প্রদান বা কোনো ধরনের তথ্য প্রদানের ক্ষেত্রে বিস্তারিত ফাউন্ডেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায়- এমন প্রশ্নের উত্তরে উপ-প্রেস সচিব বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে অবগত নই। তবে তার অবস্থানের বিষয়ে সরকারের কাছে কী তথ্য আছে- পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তা সংবাদমাধ্যমকে জানিয়েছে।’

বৌদ্ধ সম্প্রদায় যেন নির্বিঘ্নে কঠিন চীবর দান অনুষ্ঠান করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

আজকালের খবর/  এমকে









সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা
দর্শনা কেরুজ চিনিকল এলাকায় বোমা উদ্ধার মামলায় টগর গ্রেপ্তার
আরডি সিন্ডিকেটের হাতে জিম্মি কক্সবাজার বেতার কেন্দ্র
চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন আর্মির প্যাসিফিক ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft