প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৪:৫৯ পিএম

বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওনার্স এসোসিয়েশন ৩৩তম অধিবেশন উপলক্ষে রবিবার (১৪ জানুয়ারী) বেলা ১২টায় স্থানীয় মমইন হোটেলের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. হোসনে আরা বেগম। বাংলাদেশ সরকারের প্রতিযোগি কমিশন সাম্প্রতিক আলুর বাজারে অস্থিরতা সম্পর্কিত কার্য সম্পাদনের লক্ষে চাহিদা তথ্যাদি প্রেরণ প্রসঙ্গে উন্মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে ২০২৪ সালের আলু উৎপাদন, প্রতি বস্তা আলু হিমাগারে সংরক্ষণের খরচ বিষয়ে বিষদ আলোচনা করা হয়েছে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি তোফাজ্জাল হোসেন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিঠু, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার প্রসাদ, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার মাহরুখ হোসেন, সদস্য তৌহিদুর ইসলাম বিটু, মেহেদী হাসান, খন্দকার শাহাদত, মোছা. নিম্মা আকতার, রাজিব প্রমুখ।
আজকালের খবর/ওআর