প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ১:০০ পিএম

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে দেশবন্ধু গ্রুপ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ভোগ্যপণ্য সমূহ সাধারণ মানুষের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রি শুরু করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে- চাল, ডাল, চিনি, ভোজ্যতেল ও কোমল পানীয়।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
এসময় দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেরারেল (অব) জাকির হোসেনসহ গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশবন্ধুর পণ্য পেয়ে সাধারণ মানুষও খুশি। তারা বলছেন, এই ধারা যেন অব্যাহত থাকে। দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতির কারণে তারা নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন। দেশবন্ধু গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেশ ব্যাপী মানুষের মাঝে এ সেবা দেয়ার অনুরোধ জানান ভোক্তারা।
দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান বলেন, বিগত ২০ বছর ধরে সাধারণ মানুষের মাঝে সুলভ মুল্যে নিজেদের পণ্য পৌছে দেয়ার ব্যবস্থা করে আসছে দেশবন্ধু গ্রুপ। আগামী কয়েকমাস ঢাকার কয়েকটি স্পটে ৩৫ শতাংশ ভর্তুকি মূল্যে তাদের এসব পণ্য সাধারণ মানুষের মাঝে বিক্রি করবেন। শুধু ঢাকাই নয় সকল বিভাগীয় শহরেও তাদের এই সেবা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান দেশবন্ধু গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পর্যায়ক্রমে অন্যান্য কর্পোরেট হাউজগুলোকেও একইভাবে সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, ৪০ টাকা কেজি চাল বিক্রি হচ্ছে এখানে। যা সাধারণ মানুষের জন্য খুবই উপকারে আসবে। দেশের মানুষের সেবায় এগিয়ে এসে দেশবন্ধু গ্রুপ যে কাজটি করেছে দেশের অন্যান্য কর্পোরেট গ্রুপও একইভাবে এগিয়ে আসবে বলে মনে করেন তিনি।
দেশবন্ধু গ্রুপ অন্যান্য শিল্প গ্রুপ সমূহের মধ্যে একটি অন্যতম গ্রুপ যা বিগত বহু বছর ধরে চিনি, চাল, ভোজ্য তেল, বেভারেজ, সিমেন্ট, তৈরি পোশাক, পলিমার পণ্য উৎপাদন করে এদেশের সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এছাড়াও এই গ্রুপ প্রতি বছর রমজান মাসে এবং বছরের বিভিন্ন সময়ে ন্যায্য ও ভর্তুকি মূল্যে চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রি করে ইতোমধ্যেই সাধারণ জনগণের ভূয়সী প্রশংসা অর্জন করেছে যা ভবিষ্যতেও অব্যহত থাকবে।
আজকালের খবর/বিএস