২০০১ সালে ‘কঠিন বাস্তব’ ছবিতে আমিন খানের সঙ্গে প্রথম যখন অভিনয় করেন তার বয়স ছিল মাত্র ১৪। এরপর টানা প্রায় ডজন দুয়েক ছবিতে অভিনয় করেন। চলচ্চিত্রে কেয়া প্রয়াত নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের হিরোদের বিপরীতে একসময় অভিনয় করেছেন। সুন্দরী এই নায়িকা ‘তিব্বত স্নো’ বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে তৈরি করেন ক্রেজ। তারপর একে এক তিব্বত লিপজেল, সাগুপতা, জিএমজি এয়ারালাইন্স, বসুধা হাউজিং প্রভৃতি বিজ্ঞাপনে দারুণভাবে নিজেকে মেলে ধরেন। বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ঢালিউডের নায়িকাদের মধ্যে ছিলেন সবচেয়ে সফল। সাফল্য যখন তার পিছু নেয় ঠিক তখনই ‘রহস্যজনক’ভাবে পিছুটান পড়ে এই নায়িকার। অবশেষে ২০১৯ সালে আপন বলয়ে ফেরার প্রস্তুতি হিসেবে ‘ইয়েস ম্যাডাম’ মুক্তি পায়। ঝাঁপিয়ে পড়েন নিজেকে ফিরে পেতে। এ পর্যায়ে নিজের সমসাময়িক শিল্পীদের সহযোগিতা না পেলেও লো বাজেটে কম দ্যুতির অভিনয়শিল্পীদের সঙ্গে কয়েকটি সিনেমায় কাজ করেছেন, যেগুলো মুক্তির অপেক্ষায়। ঠিক সে মুহূর্তেই গুঞ্জন ওঠে এক হতদরিদ্র মাঝির সঙ্গে কেয়ার মাখো মাখো প্রেমের! ভ্রমরের খোঁজে রেণু ছড়িয়ে ভালোবাসার আঁচলে বাঁধতে গভীর রাতে নদী পাড়ি দেওয়ার মতো ঘটনাও আলোচনায় এসেছে! অথচ মাত্র দুদিন বাদেই তার নতুন সিনেমা রিলিজ। ঠিক সেই মুহূর্তে এমন প্রেমের গুঞ্জনে দর্শকের চোখ বিস্ফারিত! ঘনিষ্টদের বক্তব্য প্রেমে যখন মজেছো তখন নিজের অবস্থান ভুলে অসম কেন?
দুই দশকের ক্যারিয়ারে নানা চড়াই-উৎরাই পেরিয়ে তাইতো মেজেছেন মাঝির প্রেমে। মাঝি কী সাড়া দেবেন চিরায়ত বাঙালির শাড়িতে অনিন্দ্য কেয়ার আহ্বানকে? কেয়ার চেয়ারম্যান বাবা কী মেনে নেবেন একমাত্র মেয়ের এই সম্পর্ক?
‘কথা দিলাম’ সিনেমার একটি দৃশ্যে মাঝির চরিত্র দানকারী জামশেদ শামীমের সঙ্গে রোমান্স করছেন কেয়া।
হ্যাঁ, পাঠক এমন গল্পে চিত্রায়িত হয়েছে ‘কথা দিলাম’ সিনেমাটি। এতে মূখ্য চরিত্রে রোমান্স ছড়িয়েছে চিত্রনায়িকা কেয়া ও জামশেদ। রাকিবুল আলম রকিব পরিচালিত সিনেমাটি আগামী ১০ ফেব্রুয়ারি রাজধানীর চিত্রামহল - (পুরান ঢাকা), বিজিবি অডি: - (ঢাকা), আনন্দ - (ফার্মগেট, ঢাকা), সেনা অডি: - (সাভার), নিউ মেট্রো - (নারায়ণগঞ্জ), মর্ডান সিনেমা- (দিনাজপুর), তামান্না সিনেমা -( সৈয়দপুর), রাজিয়া সিনেমা - (নাগরপুর), মাধবী সিনেমা - (মধুপুর), রুনা সিনেমা - (চালাকচর), স্বপ্নপুরী - (শ্রীনগর), পূর্বাসা সিনেমা - (শান্তাহার), আনন্দ সিনেপ্লেক্স - (গুরুদাসপুর) মোট ১৩টি প্রেক্ষাগৃহে দেখা যাবে।
বিডি২৯ মাল্টিমিডিয়া নিবেদিত গীতিকার জসিম উদ্দিন আকাশ প্রযোজিত গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমাতে রোমান্টিক ও স্যাড ভার্সনে পাঁচটি গান যুক্ত হয়েছে। ইতিমধ্যে গানগুলো শ্রোতাপ্রিয় হওয়ার গৌরব লাভ করেছে। সবগুলো গানই লিখেছেন জসিম উদ্দিন আকাশ। সিনেমার প্রচারণায় পুরো টিমকে দেখা গেছে একুশে বইমেলাতে লিফলেট বিতরণ করতেও।
সিনেমাটিতে কেয়া ও জামশেদ ছাড়াও আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মোনা প্রমুখ।