প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:৫৯ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
আজ শুক্রবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে স্রষ্টার কাছে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক ও মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন। ’
অপর একটি টুইটে মোদি লিখেছেন, শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে ও জীবন যাপন করো শুদ্ধভাবে। ’
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দুদিন আগে স্বাস্থ্যের অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল হীরাবেন মোদিকে। সেখানেই তার মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি।
যেদিন হীরাবেনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেদিনও মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গেই থাকেন হীরাবেন মোদি। তারা গান্ধীনগরের কাছে রায়সান নামের একটি গ্রামে থাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়মিত তার মায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। বিশেষ বিশেষ দিনে ও গুজরাট সফরের সময় তিনি তার মায়ের সঙ্গে দেখা করতেন।
আজকালের খবর/এসএইচ