সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫
৮৬’র পথে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৬:৫৯ পিএম
দেলোয়ার জাহান ঝন্টু

দেলোয়ার জাহান ঝন্টু

চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার ও গীতিকার দেলোয়ার জাহান ঝন্টু ৮৬তম সিনেমা পরিচালনায় নামছেন। সব ঠিকঠাক থাকলে আগামী ৩০ মে থেকে শুরু হবে শুটিং- এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রের বরেন্য এই নির্মাতা।

তিনি বলেন, সিনেমার নাম ‘সুজন মাঝি’। এটা হবে আমার ৮৬তম সিনেমা। অতীতের মতো সবাই আমার পাশে থাকবেন এটাই প্রত্যাশা। 

ঝন্টু বলেন, গীতিকার  ও অভিনেতা আবু সাঈদ খানের প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। এতে প্রধান দুই চরিত্রে ফেরদৌস আহমেদ এবং নিপুনকে জুটি করা হবে। 

সিনেমার গল্প বলতে গিয়ে তিনি বলেন- মূলত সিনেমাটি রোমান্টিক প্রেমের। এতে নিপুনকে প্রতিবাদি নারী হিসেবে দেখানো হবে। 

ফেরদৌস, নিপুন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন- কাজী হায়াত ও গাঙ্গুয়া প্রমুখ্ 

উল্লেখ্য, দেলোয়ার জাহান ঝন্টু `লিডার' চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র বন্দুক, যা মুক্তি পায় ১৯৭৮ সালে। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র শিমুল পারুল, প্রেমগীত, হারানো প্রেম, ঝিনুকমালার প্রেম, বউমা, সকাল-সন্ধ্যা, পালকি, জজ ব্যারিস্টার, মুজাহিদ, হাতি আমার সাথী, কন্যাদান, রূপসী নাগিন, নাচে নাগিন, রূপের রানী গানের রাজা, বিষে ভরা নাগিন, হেডমাস্টার, সবাই তো ভালবাসা চায় প্রভৃতি।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
কেউ আক্রমণ করলে ছাড় দেবো না: কাদের
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft