চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার ও গীতিকার দেলোয়ার জাহান ঝন্টু ৮৬তম সিনেমা পরিচালনায় নামছেন। সব ঠিকঠাক থাকলে আগামী ৩০ মে থেকে শুরু হবে শুটিং- এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রের বরেন্য এই নির্মাতা।
তিনি বলেন, সিনেমার নাম ‘সুজন মাঝি’। এটা হবে আমার ৮৬তম সিনেমা। অতীতের মতো সবাই আমার পাশে থাকবেন এটাই প্রত্যাশা।
ঝন্টু বলেন, গীতিকার ও অভিনেতা আবু সাঈদ খানের প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। এতে প্রধান দুই চরিত্রে ফেরদৌস আহমেদ এবং নিপুনকে জুটি করা হবে।
সিনেমার গল্প বলতে গিয়ে তিনি বলেন- মূলত সিনেমাটি রোমান্টিক প্রেমের। এতে নিপুনকে প্রতিবাদি নারী হিসেবে দেখানো হবে।
উল্লেখ্য, দেলোয়ার জাহান ঝন্টু `লিডার' চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র বন্দুক, যা মুক্তি পায় ১৯৭৮ সালে। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র শিমুল পারুল, প্রেমগীত, হারানো প্রেম, ঝিনুকমালার প্রেম, বউমা, সকাল-সন্ধ্যা, পালকি, জজ ব্যারিস্টার, মুজাহিদ, হাতি আমার সাথী, কন্যাদান, রূপসী নাগিন, নাচে নাগিন, রূপের রানী গানের রাজা, বিষে ভরা নাগিন, হেডমাস্টার, সবাই তো ভালবাসা চায় প্রভৃতি।