শিরোনাম: |
পাথর মেরে নানাকে হত্যা, নাতি আটক
এসএ শফি, সিলেট
|
![]() জানা যায়, এরালিগুল খাছাড়িপাড়া গ্রামের মৃত মরতুজ আলীর পুত্র আব্দুল কাদির তার পালক নানা একই গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র আব্দুল মালিক উরফে মলিক মিয়ার (৭৩) বাড়িতে থাকত। বিভিন্ন বিষয়ে সম্প্রতি নাতির সাথে নানার মনমালিন্য দেখা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে মলিক মিয়া স্থানীয় দনা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে গ্রামের মসজিদে আগ থেকে উৎ পেতে থাকা নাতি নানাকে লক্ষ করে একটি বড় পাথর ছুড়ে মারলে বুকে প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে নানার হত্যাকারী আব্দুল কাদিরকে স্থানীয় লোকজন আটক করে রাখেন। তাৎক্ষণিক খবর পেয়ে থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল কাদিরকে আটক করে এবং মলিক মিয়ার লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এসআই মজিবুর রহমান জানান, নানার হত্যাকারী আব্দুল কাদিরের বাবা-মা নেই। এ ঘটনায় মলিক মিয়ার পুত্র আবুল কাসিম বাদী হয়ে থানায় আব্দুল কাদিরের বিরুদ্ধে বৃহস্পতিবার একটি হত্যা মামলা দায়ের করেন। আজকালের খবর/এএইস |