শিরোনাম: |
বেলাল খান-লিজার মিউজিক ভিডিও ‘পাখি’
আনন্দমেলা প্রতিবেদক
|
![]() ‘পাখি’ শিরোনামের গানটি বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত হবে এ সপ্তাহেই। গানটির কথা লিখেছেন মুসা কে মাহমুদ। সুর করেছেন বেলাল খান নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক। মিক্স ও মাস্টারিং করেছেন এপিরাস। রাজ বিশ্বাস শংকরের পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন জাহের আলভী, মিতু ও এক ঝাঁক নৃত্যশিল্পী। গানটির কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘অনেকদিন পর এ ধরনের একটি গান করলাম। গানটি গাইতে গিয়ে অনেক মজা পেয়েছি। আশা করছি শ্রোতারাও দারুন মজা পাবেন।’ অন্যদিকে লিজা বলেন, ‘একটা অন্যরকম নাচের গান। রোমান্টিক কিন্তু দারুন রিদম আছে গানে। বৈশাখ আর ঈদের উৎসবের আনন্দে বাজানোর মতো একটি গান। আজকালের খবর/আতে |