শিরোনাম: |
চলচ্চিত্র পরিচালক সমিতির শপথ অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি উপেক্ষিত
আমলে নিচ্ছে না এফডিসি কর্তৃপক্ষ
আনন্দমেলা প্রতিবেদক
|
![]() শপথবাক্য পাঠ করাচ্ছেন পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহান। ছবিতে কারো মুখের মাস্ক থুতনিতে কারোটা গলায়। যদিও নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহানের দাবি ‘আমরা কেবল ছবি তোলার সময় মাস্ক থুতনিতে নামিয়েছি।’ তবে তাদের তোলা ছবি বলছে ভিন্ন কথা, এখানে কোনো ছবিতেই কারো মুখে ঠিকমত মাস্ক এবং নির্দিষ্ট দুরত্ব স্পষ্টতই স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বেঁধে দেওয়া নিয়মের লঙ্ঘন। এ ব্যাপারটি আবার আমলে নিচ্ছেন না খোদ এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তিনি আজকালের খবরের প্রশ্নের জবাবে বলেন, এটা এফডিসি’র কোনো আয়োজন নয়, এমনকি পরিচালক সমিতিও আমাদের আমন্ত্রণ জানায়নি, ওখানে তাদের সমিতিতে তারা কিভাবে কি করছেন তাতে এফডিসির দায়ভার নাই। কেপিআই অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের এমন দায়সারা কথায় স্বভাবতই প্রশ্ন জাগে এফডিসি কর্তৃপক্ষ সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি ঠিক রাখতে কতটুকু কার্যকরী উদ্যোগ নিচ্ছে? অপরদিকে পরিচালক সমিতির নেতৃবৃন্দ এবং শিল্পীদের মাস্কবিহীন ছবিও স্বাস্থ্য বিষয়ে অসচেতনতার বার্তা দর্শর্কের মনে নেতিবাচক ধারণা তৈরি করে কিনা এমন প্রশ্ন অনেক দর্শকের। ![]() ন্যূনতম স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নবনির্বাচিত পরিচালক সমিতির অফিসিয়াল ছবির জন্য পোজ। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ছবি এবং ফেসবুকে পোস্ট ছবি থেকে দেখা গেছে, পুরো অনুষ্ঠানজুড়েই সোহানের নাকের মাস্ক ছিলো থুতনিতে, মুখের সঙ্গে লাগানো ছিলো মাইক্রোফোন! এবং তাকে ঘিরে ছিলো অসংখ্য সহকর্মী। মহাসচিব শাহীন সুমনের মুখে মাস্কই ছিলো না! শপথ শেষে নির্বাচিতরা ভেসেছেন চলচ্চিত্রের অন্য সংগঠনের নেতাদের ফুলেল শুভেচ্ছায়। ছবি ও সেলফি তোলার স্বার্থে এসময় বেশিরভাগের মুখেই ছিলো না মাস্ক- এমনটা দাবি সোহানুর রহমান সোহানের। জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নতুন কমিটির সদস্যরা শপথ নিয়েছেন আজ বুধবার (৭ এপ্রিল)। বিএফডিসিতে অবস্থিত পরিচালক সমিতির (স্টাডি রুম) বাইরে খোলা চত্বরে নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো হয়। স্বাস্থ্যবিধি ভঙ্গ করে চলছে শুভেচ্ছা বিনিময়। ছবি: সংগৃহীত শুরুতে পরিচালক সমিতি কার্যালয়ে নির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহানকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্ব আবদুল লতিফ বাচ্চু সদ্য। পরে সাধারণ সম্পাদক শাহীন সুমনসহ তার প্যানেলের নবনির্বাচিত ১৭ সদস্যের কমিটিকে শপথ বাক্য পাট করান সোহানুর রহমান সোহান। নবনির্বাচিত পরিচালক সমিতিকে শুভেচ্ছা জানাতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই অপরাপর সংগঠনের নেতাদের সমাগম্। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত শপথ নেওয়া অন্যরা হলেন সহ-সভাপতি ছটকু আহমেদ, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, অর্থ-সচিব মো. সালাহউদ্দিন, সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব নোমান রবিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল এবং প্রচার, প্রকাশনা দফতর সচিব হলেন আনোয়ার সিরাজী এবং কার্যনির্বাহী পরিষদের ১০ সদস্য পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাঈদুর রহমান সাঈদ ও শাহাদাৎ হোসেন লিটন। করোনার এই ঊর্ধ্বগতির মধ্যেই গেল গত ২ এপ্রিল ঘটা করে অনুষ্ঠিত হয় এই সমিতির নির্বাচন। আজকালের খবর/আতে |