শিরোনাম: |
ডিএনসিসির অভিযানে সাংবাদিককে পেশাগত কাজে বাধা, ইউডিজেএফবির উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
|
![]() মঙ্গলবার এক বিবৃতিতে নেতারা বলেছেন, সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান ও হেনস্তা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় জড়িত ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, গত ৫ এপ্রিল সোমবার আনুমানিক দুপুর সাড়ে ১২টায় মিরপুর থানার পেছনে মোবাইল কোর্ট পরিচালনা করে ডিএনসিসি। এ অভিযানের নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ ইউএনবির নিজস্ব প্রতিবেদক এম জাহাঙ্গীর আলম মোবাইল কোর্ট কার্যক্রমের ভিডিও ধারণ করতে থাকলে বাধা প্রদান করেন। পরবর্তীকালে পরিচয় জানতে চাইলে আইডি কার্ড দেখানোর পরও ভিডিও ধারণ করতে বাধা দেয়। একই সঙ্গে মোবাইল কোর্টের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বরত মিরপুর থানার এসআই সাদ্দাম এ প্রতিবেদকের সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেন। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুনকে টেলিফোনে জানানোর পর তিনি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে অবহিত করার পরও প্রতিবেদককে ভিডিও ধারণ কিংবা ছবি তুলতে দেননি। মঙ্গলবার দুপুরে মুঠোফোনে আজকালের খবরকে জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুনও জানিয়েছেন তিনি নিজেও সালেহা (সালেহা বিনতে সিরাজ) ম্যাডামের কথা বলেছিলেন। নেতারা দাবি করেন, সংবাদমাধ্যমের কাজ সঠিক তথ্য দেশের মানুষের কাছে উপস্থাপন করা। নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এমন অপেশাদার আচরণ ও হয়রানি স্বাধীন সংবাদ সংগ্রহের অপচেষ্টার সামিল। এ ধরনের ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে; যা মোটেই কাম্য নয়। অবিলম্বে এ হয়রানির ঘটনায় আইনানুগ ব্যবস্থার দাবি করেছেন তারা। আজকালের খবর/আতে |