শিরোনাম: |
সাতছড়িতে ১৮টি রকেট লাঞ্চারের গোলা উদ্ধার
সুকান্ত গোপ, হবিগঞ্জ
|
![]() বুধবার সকালে সাতছড়িতে এক সংবাদ সম্মেলনে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল তারেক মাসুদ ও ৫৫ ব্যাটালিয়নের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী বলেন, সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদ মজুতের গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছিমটিবিল ও সাতছড়ি সীমান্ত এলাকা বিশেষ নজরদারিতে রাখা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল ৪টা হতে সীমান্ত হতে এক কিলোমিটার অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটির নিচ থেকে পলিথিন মোড়ানো প্লাস্টিকের কাভারে রকেট লাঞ্চারের ১৮টি গোলা উদ্ধার করা হয়। তবে কোনো দেশের বিচ্ছন্নতাবাদীরা এসব রকেট লাঞ্চারের গোলাবারুদ রেখে গেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। আরো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চলামান রয়েছে এবং বিজিবির বিশেষ টিম সন্দেহজনক স্থানগুলো ঘিরে রেখেছে বলে জানান তিনি। উল্লেখ্য,এর আগেও ছয়বার এই জাতীয় উদ্দ্যানে বিপুল পরিমাণ অস্ত্র সস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছিল র্যাব।বিজিবির ৫৫ ব্যাটালিয়ন ৭ম বারের মত উদ্ধার তৎপরতা চালিয়ে ১৮টি গোলা উদ্ধার করে। আজকালের খবর/এএইস |