শিরোনাম: |
গাইবান্ধায় যমুনার চরে গাছের চারা বিতরণ
উত্তম সরকার, গাইবান্ধা
|
![]() আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখা ও ঢাকাস্থ গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের আয়োজনে চারশ মানুষের মাঝে এসব গাছের চারা ও বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাবিজার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক আব্দুস সামাদ সরকার বাবু। উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আফতাব হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আকরামুল হক রাঙ্গার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হাদী, গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার মোশারফ হোসেন মনির, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এমআর মুকুল মাসুদ, মনতেজার রহমান টিটু, শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান মামুন, সুমন মন্ডল, সাখাওয়াত হোসেন জুয়েল, এবিএম মামুন, শিরিন আরা শেফা প্রমুখ। আজকালের খবর/এএইস |