শিরোনাম: |
একুশ আমার
ফরিদা রানু
|
![]() পুতুল পুতুল খেলা একুশ আমার ক্লান্তবেলা রাতে বাড়ি ফেরা একুশ আমার রঙিন কৈশোর প্রথম দুরন্ত শৈশব একুশ আমার সুখের বাসর প্রথম কোন আঁচর একুশ আমার রক্তে রঙিন প্রথম আঁকা প্রচ্ছদ একুশ আমার মানব জমিন বিষাদে ভরা মলিন একুশ আমার ছোট অহংকার প্রথম ভাষার হুংকার একুশ আমার চুরির ঝংকার প্রথম প্রতিবাদ চিৎকার একুশ আমার কচি খুকি দেয়াল জুড়ে আঁকিবুঁকি একুশ আমার কুয়াশার বুকে মেঘের প'রে চাঁদের উঁকি একুশ আমার হারানো সুখ প্রথম সর্বনাশা মুখ একুশ আমার জলেভরা চোখ জীবন হারানোর শোক একুশ আমার পাগলা ছেলে মায়ের বুকে খেলে একুশ আমার সবুজ টিয়ে পাখায় স্বপ্ন মেলে একুশ আমার প্রতিটি ক্ষণ জীবন পাতায় এমন একুশ আমার সারাটি মন ভরে দেয় সুখক্ষণ আজকালের খবর/আতে |