শিরোনাম: |
গাজীপুরের সিটি মেয়র দায়িত্ব পালনে আন্তরিক: এলজিইডি মন্ত্রী
মাজহারুল ইসলাম, গাজীপুর
|
![]() করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রী রাজেন্দ্রপুরে এলজিইডি স্টেক ইয়ার্ড প্রাঙ্গণে নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং মন্ত্রী সেখানে একটি মাল্টার চারা রোপণ করেন। ![]() তিনি আরো বলেন, প্রকৌশলীরা যদিও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসেন কিন্তু আমাদের যারা শ্রমিক হিসেবে কাজ করেন তাদের কোনো রকম প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ থাকে না। টেকসই নির্মাণকাজ করার জন্য প্রশিক্ষিত শ্রমিক ও প্রকৌশলী প্রয়োজন। সে কারণে তারা গুণগতমান নিয়ন্ত্রণ করা এবং কাজের পরিমাণ বেশি করা তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। নির্মাণকাজের জন্য প্রশিক্ষিত শ্রমিক ও প্রকৌশলী প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বারেক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, গাজীপুর সদর উপজেলা প্রকৌশলী মো. শাকিল হোসেন, গাসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলগণ ও এলজিইডি’র অন্য কর্মকর্তারা। আজকালের খবর/একে |