শিরোনাম: |
ঠাকুরগাঁওয়ে ৩ ঘন্টার জন্য সকল ফার্মেসি বন্ধ
গোলাম সারোয়ার সম্রাট, ঠাকুরগাঁও
|
![]() গত সোমবার বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফার্মেসি বন্ধের এ কর্মসূচি পালন করে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা। ভুক্তোভোগীদের অভিযোগে জানা যায়, সোমবার জেলার ড্রাগ সুপার জাহেদুল ইসলাম নির্বাহী মেজিস্ট্রেট আবদুল কাইউমকে সাথে নিয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তারা জেলা ফায়ার সার্ভিসের সামনে এসএম ফার্মেসিতে অভিযান পরিচালনা করে বেশ কিছু বিদেশি ওষুধ পান এবং যেগুলোর কোড নং তারা বুঝতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ফার্মেসির মালিককে দুই হাজার টাকা জরিমানা করেন। এর পরই জেলার সকল ফার্মেসি বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা। বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আজিজুল জানান, নবাগত ড্রাগ সুপার জাহেদুল ইসলাম কয়েক মাস বিগত হলেও আমাদের সাথে এখনোও কোনো সভা করেনি। বিষয়টি সঠিক সুরাহা না হলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করবো। আজকালের খবর/এএইস |