শিরোনাম: |
পাথরঘাটায় স্বতন্ত্র মেয়র প্রার্থীকে কুপিয়ে জখম
রেজাউল ইসলাম টিটু, বরগুনা
|
![]() এসময় ভাংচুড় করা হয় অইনশৃঙ্খলা বাহিনির দুইটি গাড়ি। নৌকা প্রতীকের কর্মীদের হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল সহ তার সমর্থকরা আহত হয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। অন্যদিকে বরগুনায় দুই কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্য সংঘর্ষ হয়েছে । মহিলাসহ আহত হয়েছেন ছয়জন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসাপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউন্সিলর প্রার্থী আল-আমিন ও খোকনের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সোহরাব নামের একজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর পোস্টার ছিড়ে ফেললে উত্তেজনা ছড়িয়ে পরে। এসময়, সংঘর্ষে, শাহ আলম (৫৫),বিদ্যারাণী (৪৫), রেনু বালা (৩৫), বিভা রাণী (৩৩), বুলু রাণী (৩৬), সীমা (৩২) আহত হয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদুল ইসলাম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের চিকিৎসার জন্য পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বেলা ১টায় নির্বাচনী আচরণবিধি লংঘন করে স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের শতাধিক মহিলা সমর্থক শহরে জগ প্রতীকের সমর্থনে মিছিল বের করে। শহরের বড় ব্রীজে ডিবি পুলিশ মিছিলটি প্রতিরোধের চেষ্টা করলে প্রতিরোধ উপেক্ষা করে মিছিলটি উপজেলা পরিষদ এলাকায় শেষ হয়। আচরণ বিধি লংঘন করে মিছিল করার বিষয় জানতে চাইলে শাহাদাত হোসেনের সমর্থকরা পাল্টা প্রশ্ন করেন। মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বলেন, আমার কর্মীরা সিন্ধান্ত ছাড়াই মিছিল করেছে, এটা ঠিক হয়নি। পরবর্তীতে যেন না হয় সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। আজকালের খবর/এএইস |