শিরোনাম: |
রাজধানীতে পথচারীদের সচেতনায় ‘নিরাপদে চলি’র ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক
|
‘নিরাপদে চলি’র ক্যাম্পেইন গত শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘নিরাপদে চলি’ পথচারিদের মাঝে সতর্কতা সৃষ্টির লক্ষ্যে এয়ারপোর্ট রোড এবং সৈনিক ক্লাবের মোড় , এয়ারপোর্ট রোড এবং বনানী ১১ নম্বার মোড়ে দুইটি ক্যাম্পেইন করে। এতে ট্রাফিক পুলিশের সহযোগিতা ছিল অপরিসীম। ক্যাম্পেইন পরিচালনা বিষয়ে সংগঠনের চেয়ারম্যান আলিম উল্ল্যাহ খোকন আজকালের খবরকে জানিয়েছেন, বেশির ভাগ মানুষ ফুট ওভার ব্রিজ ব্যবহারে রাজি নয়। বাসগুলি যত্রতত্র দাঁড়িয়ে যাত্রীদের উঠানামা করাচ্ছে, পর্যাপ্ত ফুটপাতের ব্যবস্থা নেই। ফলে গাড়ি থেকে নেমে দ্রুত ফুটপাতে উঠতে পারছে না কিনার ঘেঁষে পথচারীদের চলতে হচ্ছে, এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। এ অবস্থার পরিবর্তন হওয়া জরুরি উল্লেখ করে আলিম উল্ল্যাহ বলেন, ট্রাফিক পুলিশ যেমন তার ডিউটি পালন করছে অপরদিকে সেচ্ছাশ্রমে নিরাপদে চলি সংগঠনের কর্মীরাও অবস্থান পরিবর্তনে কাজ করে যাচ্ছে। তবে এর একটা স্থায়ী সমাধান হওয়া জরুরি। এজন্য এসব এলাকায় অন্তত এক মাস, প্রতিদিন ২/৩ টি মোবাইল টিম দরকার। সে সঙ্গে আইন প্রয়োগে আরও কঠোর হতে হবে, তাহলে বাস, পথচারী সবাই শৃঙ্খলায় ফিরবে। ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক হবিব রাজা, উপদেষ্টা ডালিম চৌধুরী, সদস্য সচিব সোফিক রহমান সুমন, সদস্য ফাজলে রাব্বি, এ আর রাজ, তাহমিনা ইসলাম আফিরন, এস এম মামুন প্রমুখ। আজকালের খবর/আতে |