শিরোনাম: |
আখাউড়ায় খাল দখলের চেষ্টাকারীকে জরিমানা
মো. জুয়েল মিয়া, আখাউড়া
|
![]() রবিবার দুপুরে পৌরশহরের সড়ক বাজারের মায়াবী সিনেমা হলের পূর্ব-দক্ষিণ পাশের কালন্দি খাল দখলের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম। খাল দখল চেষ্টাকারী শিহাব উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মিন্টু মিয়ার ছেলে। সরেজমিনে দেখা গেছে, কলেজ রোডের সেন্টু স্টুডিও এর পিছনে খালের উপর স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে রড-সিমেন্ট দিয়ে পিলারের ঢালাই করে শিহাব। এ বিষয়ে মোহাম্মদ নূর-এ-আলম বলেন, অবৈধভাবে কালন্দী খাল দখলের চেষ্টা করায় শিহাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজকালের খবর/এএইস |