শিরোনাম: |
আড়াইহাজারে বাড়ছে মিশ্রিত গুড়ের চাহিদা
মনিরুজ্জামান ভুঁইয়া, আড়াইহাজার
|
![]() সম্প্রতি আড়াইহাজারে এমনই একটি গুড় তৈরির কারখানা ধ্বংস করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে এ উপজেলার বেশ কিছু এলাকায় গুড় উৎপাদনের করতে আখের চাষ করা হয়। প্রতি বছর শীত মৌসুমে এলাকায় আখের রস থেকে গুড় উৎপাদন করা হচ্ছে। খোঁজ নিয়ে যা গেছে, স্থানীয় কামনাচির চর, মাঝের চর, দাসপাড়া, চরপাড়াসহ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক চাষি প্রতি বছরই আখের চাষ করে থাকেন। এখানকার উৎপাদিত গুড় স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হচ্ছে বলে জানা গেছে। বর্তমান সময়টাতে চাষিরা বেশ ব্যস্ত সময় পার করছেন। দিনভর তারা আখের রস সংগ্রহ ও তা জ্বাল দিয়ে গুড় উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। পাইকাররা এসে গুড় কিনে নিয়ে যাচ্ছেন। খুচরা ক্রেতারা ভেজাল মুক্ত গুড়ের স্বাদ নিতে চাষিদের কাছে ভিড় করছেন। প্রতি কেজী গুড় একশত টাকা থেকে একশ বিশ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে কয়েক বছর ধরে নানা কারণে চাষিদের লোকসান গুনতে হচ্ছিল। এতে আখ চাষ থেকে অনেকেই তাদের বাবা-দাদার এপেশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। বর্তমানে লাভ জনক হওয়ায় অনেকেই ফের আখ চাষের দিকে ঝুঁকছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, দাস পাড়া এলাকায় বেশ কিছু জমিতে আখের চাষ করা হয়েছে। জমির পাশেই স্তুপ করে রাখা হয়েছে আখ। ইঞ্জিন চালিত (ছ্যালো) মেশিনের সাহায্যে বের করা হচ্ছে রস। খরচ কমাতে অনেকেই আখ থেকে রস নিংরানোর জন্য যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করছেন। আগুনে জ্বাল দেওয়া হচ্ছে রস। ঘন্টা খানেকের মধ্যে রুপান্তর হচ্ছে গুঁড়। দিনভরই চলছে চাষিদের এমন র্কমযজ্ঞ। আখ চাষি বিল্লাল হোসেন বলেন, তিনি ৬০ শতাংশ জমিতে দেশীয় ‘২৭’ জাতের আখের চাষ করেছেন। জমির পাশেই আখের রস জ্বাল দেওয়া হচ্ছে। এতে দুই ধরনের গুড় তৈরি করা হচ্ছে। একটি হচ্ছে তরল (ঝোলা) গুড়। অপরটি ভাড়ি। এবার প্রায় ৫০০ কেজী গুড় উৎপাদন হতে পারে বলে তিনি আশা করছি। এতে প্রায় ৩০ হাজার টাকা লাভ হতে পারে। আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলন ভালো হয়েছে। গুড়ের চাহিদাও আগের তুলনায় বেশী। চরপাড়া এলাকার মাখেল মিয়া বলেন, একবার আখ রোপণ করলে তিন বছর ফলন পাওয়া যায়। এতে খরচ অনেক কম। তবে গত কয়েক বছর ধরে স্থানীয় আখ চাষিদের লোকসান হচ্ছিল। এতে অনেকেই এপেশা ছেড়ে দিয়েছেন। এখন লাভ জনক হওয়ায় অনেকেই আবার বাবা-দাদার পেশায় ফিরে আসছেন। আজকালের খবর/এএইস |