শিরোনাম: |
খালিয়াজুরীতে পৌষ সংক্রান্তি উদযাপন
সোহান বিন নবাব, খালিয়াজুরী
|
![]() 'মকর সংক্রান্তি' শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী 'সংক্রান্তি' একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। ১২টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট ১২টি সংক্রান্তি রয়েছে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই পিঠে-পুলি আর ঘুড়ি ওড়ানোর দিন। শুধু বাংলায় বাঙালিরাই নয়, আমাদের দেশের নানা প্রান্তে এই দিনটিকে নানাভাবে বিশেষ উৎসবের সঙ্গে পালন করা হয় । তেমনি হাওর বেষ্টিত খালিয়াজুরী উপজেলাতেও পালিত হচ্ছে পৌষ সংক্রান্তি। এখানে মেহমানদের আপ্যায়নে জন্য হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে যায় । মহিলারা নারিকেল পিঠা, দুধে পুলি, দুধের নাড়ু, পাটিসাপ্টা, পাপড়া, ডাল পিঠা, ফুলপিঠা তৈরিতে মেতে উঠে। আর বাড়ির কর্তাদের দায়িত্ব থাকে স্থানীয় বাজার থেকে মুড়ি, চিড়া, বাতাসা ও তিল্লা (এক রকম মিঠাই) ইত্যাদি এনে গিন্নি কে বুঝিয়ে দেওয়া। আর বিকেল বেলা পাড়ার সবাই দল বেধে ধর্মীয় গান / কির্তন গেয়ে প্রত্যেক বাড়ি থেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠা, মিঠাই সংগ্রহ করে পাড়ার সবাই একত্রে মিলে মিশে খাওয়ার রীতি রয়েছে। আজকালের খবর/এএইস |