শিরোনাম: |
গাজীপুরে টঙ্গীতে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা
গাজীপুর প্রতিনিধি
|
![]() তাসমিনের বাবা জানান, ঘটনার দিন তার মেয়ে নিশাত দীর্ঘসময় মোবাইল ফোনে কথা বলছিল। এ নিয়ে মেয়েকে শাসন করার এক পর্যায়ে মেয়ের কাছ থেকে ফোনটি কেড়ে নেই। এতে নিশাত অভিমান করে ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ইন্সপেক্টর জাহিদুল বলেন, মঙ্গলবার বিকালে নিশাতের কাছ থেকে তার বাবা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে যান। পরে নিশাত সন্ধ্যায় ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাত পেরিয়ে হয়ে গেলেও নিশাত তার ঘরের দরজা না খোলায় মেয়েটির বাবা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিশাতের লাশ উদ্ধার করে। মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকায় মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজকালের খবর/একে |