শিরোনাম: |
কাপাসিয়ায় সাত ইটভাটাকে ৩৮ লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধি
|
![]() মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা পরিবেশ কার্যালয়ের সহকারী পরিচালক মমিন ভূঁইয়া, রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন, পরিদর্শক মমিন, দিলরুবা আক্তারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভাটাগুলো হল মনির মোল্লার এমকেবি ব্রিকস, আলমগীর হোসেনের আড়াল ব্রিকস, আলাউদ্দিন লস্করের ফোর ফ্রেন্ড ব্রিকস, দীন ইসলামের সততা ব্রিকস, ইকবাল হোসেনের ফাইভ ব্রাদার্স ব্রিকস, মোশারফ হোসেনের এজেএম ব্রিকস ও মাজহারুল ইসলাম হারুনের আরএল ব্রিকস। আজকালের খবর/একে |