শিরোনাম: |
আটঘরিয়ায় দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা
মাসুদ রানা, আটঘরিয়া
|
![]() এছাড়া রতন হোটেল এন্ড মিটান্ন ভান্ডার দোকানের এক কেজি ছানা, এক কুটি দই ও এক কেজি তৈল নষ্ট করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একদন্ত বাজারে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচাল আব্দুস সালাম রতন মিটান্ন হোটেলকে ছয় হাজার টাকা ও বাই ভাই হোটেল এন্ড একদন্ত হালিম ঘরকে এক হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করেন। আজকালের খবর/এএইস |