শিরোনাম: |
হরিণাকুণ্ডুতে ইয়াবাসহ গ্রেপ্তার দুই
মোস্তাক আহাম্মেদ, হরিণাকুণ্ডু
|
![]() মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার তৈলটুপি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেওয়া হয়েছে। এ মামলায় গ্রেপ্তারদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজকালের খবর/এএইস |