শিরোনাম: |
লায়ন্স ক্লাব অব ফরিদপুুর সিটির মতবিনিময়
কে এম রুবেল, ফরিদপুর
|
![]() এরপর সংগঠনের সভাপতি লায়ন মহাসিন শরিফের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফরিদপুুরের প্রেসিডেন্ট লায়ন এ কে এম সামছুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন মোস্তাফিজুর রহমান, লায়ন রাহাত হাসান লিমন, লায়ন মশিউর রহমান জাদু, লায়ন অনু বিনতে হাকিম, লায়ন গোলাম রসুল, লায়ন মিলন খন্দকার, লায়ন ডা. লুৎফর রহমান, লায়ন বক্তার হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি লায়ন্স ক্লাব অব ফরিদপুুরের প্রেসিডেন্ট লায়ন এ কে এম সামছুল আলম লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ক্লাবের সকল সদস্যদেকে লায়ন্স ক্লাব অব ফরিদপুুরের পিন পরিয়ে দেন। আজকালের খবর/এএইস |