শিরোনাম: |
ভাসানীর ৮৯ শিক্ষার্থী পাচ্ছেন এনএসটি ফেলোশিপ
আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল
|
![]() বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব খান রেজা-উন-নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৪৮ শিক্ষার্থীকে ভৌতবিজ্ঞান বিভাগে ফেলোশিপ দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ জন, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের ১৪ জন, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের নয়জন, পদার্থবিজ্ঞান বিভাগের আটজন, গণিত বিভাগের ছয়জন, পরিসংখ্যান বিভাগের ছয়জন, রসায়ন বিভাগের তিনজন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পাঁচজন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইজন করে মোট ৮৯ জন শিক্ষার্থী রয়েছেন। আজকালের খবর/এএইস |