শিরোনাম: |
রৌমারীতে ঘন কুয়াশায় শ্রমজীবি মানুষের দুর্ভোগ
মাসুদ রানা, রৌমারী
|
![]() কুড়িগ্রামের বিভিন্ন উপজেলাগুলোর উপর দিয়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রৌমারীর নদ-নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পাড়ে। এমতাবস্থায় রৌমারী উপজেলার খেটে খাওয়া মানুষরা পড়েছে চরম দুর্ভোগে। তাদের কাজকর্ম নেই, ঘরে খাবার সংকট, শীতের কাপড়ের জন্য কষ্টে দিনাতিপাত করছে শতশত পরিবার। নতুন বন্দর স্থলবন্দরের পাথর ভাঙ্গা শ্রমিক তোফাজ্জল হোসেন বলেন, গত পরশু দিন থেকে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঘর থেকে বের হতে পারছিনা। কাজও বন্ধ রয়েছে। ঘরে খাবার সংকট। ছেলে মেয়ের ঔষুধ কিনতে পারছি না। এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি ভাবে শীত বস্ত্র পাইনি। দিন মজুর জয়নাল আবেদীন জানান, তিন দিন থেকে ঠান্ডার জন্য কাজ করতে পারি না। ঘরে খাবার না থাকায় অন্যের কাছে ধার নিয়ে সংসার চালাইতেছি। উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ইতোমধ্যে প্রথম পর্যায় ২৭৬০ কম্বল শীতার্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরো ছয় লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি এবং কম্বল কিনে আজ থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। আজকালের খবর/এএইস |